সরষে ইলিশ (Sorshe Ilish) দিয়ে গরম ভাত বাঙালির প্রিয় খাদ্য তালিকাতে সবার উপরে অবস্থান করে। বর্ষার প্রারম্ভে ইলিশ সমুদ্র থেকে নদীর মিষ্টি জলে আসে ডিম্ দেওয়ার জন্য তাই শুধু এই বর্ষার সময় বাঙালির পাতে ইলিশের দেখা পাওয়া যাই। আর বছরের বাকি সময় সমুদ্র থেকে যে সামান্য পরিমান ইলিশ পাওয়া যায়, তার যা দাম থাকে তাতে সেটা স্বপ্ন খাওয়াই ভালো। না হলে বাঙালির গৃহস্থে বাকি সবকিছুর টান পরে যাবে। এমনিতে ইলিশ মাছকে বিভিন্ন ভাবে রাঁধা যায় , তবে সরষে দিয়ে ইলিশ টাই সবথেকে বেশি প্রচলিত তার মূলত প্রধান কারণ হলো এটা খুব সহজে এবং সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়েই রান্না করা যায়। আজ আমরা সহজেই কি ভাবে এটা রান্না করা যায়, এখানে তাই আলোচনা করবো। সরষে ইলিশ রেসিপি | Sorshe Ilish Recipe | Bengali Fish Curry Recipe - Hilsa Fish শেষ পর্যন্ত ভালো করে পড়ুন, ভালো ভাবে শেখার জন্য।
Ingredents of Sorshe Ilish | সর্ষে ইলিশ রান্নার প্রয়োজনীয় সামগ্রী
বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজে সরষে ইলিশ রান্না করা যায়। এখানে নীচে সরষে ইলিশ রান্নার উপকরণগুলি বর্ণনা করা হলো।
- ইলিশ মাছ (Hilsha) Fish ২ পিস ২০০ গ্রামঃ
- কাঁচা লঙ্কা ২ পিস্
- স্বাদমত লবন
- কালো বা রাই সরষে
- হলুদ গুঁড়ো
- লঙ্কার গুঁড়ো
- সরিষার তেল ১ চামচ
প্রথমে কাঁচা লঙ্কা গুলিকে আড়াআড়ি ভাবে কেটে নিতে হবে। রাই সরষে গুলিকে নিয়ে হালকা জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর একটা ছোট পাত্রে একটু সামান্য জল নিয়ে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে নিন। এরপর আমরা রান্না স্টার্ট করবো।
Sorshe Ilish Recipe |সরষে ইলিশ রেসিপি
প্রথমেই ইলিশ মাছের পিস গুলিতে, ভালোভাবে হলুদ গুঁড়ো এবং লবন ম্যারিনেট বা মাখিয়ে নিতে হবে। এরপর এটাকে মিনিট ৫ এইভাবে রেখে দেব।এরপর ২ কাপেরমতো জল অ্যাড করে নেবো। যদি আরো ঝোল ঝোল বানাতে চাও তো আরও কিছুটা জল দেওয়া যেতে পারে।
ব্যাস সরষে ইলিশ রেডি খাওয়ার জন্য।